শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৬

জবি মেডিকেল সেন্টারে দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু 

মাহির আমির জবি প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১  

বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা বাইরের কেন্দ্র থেকে প্রথম ডোজ টিকা নিয়েছে তারাও মেডিকেল সেন্টার  থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের তার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে স্টুডেন্ট পোর্টালে লগইন করে কে কোন দিন টিকা নিতে চায় সেটি নির্ধারণপূর্বক অন্যান্য তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
 
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, নির্দিষ্ট ৩ দিনই ক্যাম্পাসে টিকা দেওয়া হবে। ৩ দিন শেষ হলে ক্যাম্পাসে আর কোনো শিক্ষার্থী চাইলেও টিকা নিতে পারবে না। পরবর্তী সময়ে  কোনো শিক্ষার্থীকে টিকা নিতে চাইলে বাহিরে থেকে টিকা নিতে হবে। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার  থেকে গত ২৫-২৯ অক্টোবর (সিনোফার্মের) প্রথম ডোজ টিকা নিয়েছে ১ হাজার ৯৬০ জন শিক্ষার্থী। 
 

এই বিভাগের আরো খবর